পটিয়া প্রতিনিধি
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাই দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার আবদুল মান্নানের ছেলে মো. আবুল বশর প্রকাশ হাসান (২৮) ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইনের আবদুল খালেকের ছেলে মো. নাঈম উদ্দিন (২৩)। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে, মাহবুবুর রহমান, সহকারী উপপরিদর্শক মো. হাবিবুর রহমান এবং মো. নাঈম হোসেনের একটি দল পটিয়া ও চন্দনাইশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। এরপর এসএমআইএল ফুড প্রোডাক্টস লিমিটেডের ১৩৬৪ লিটার সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবুল বশর প্রকাশ হাসানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট ৯টি মামলা এবং মো. নাঈম উদ্দিনের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দুজনই আন্তঃজেলা ডাকাত ও ছিনতাই দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত ছিলেন।
এর আগেও এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই অভিযানে ছিনতাইকৃত মিনি কাভার্ডভ্যান এবং ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, পুলিশ অপরাধ দমনে সর্বদা সতর্ক ও নিবেদিত। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কোন ছাড় দেব না। জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জনসাধারণের প্রতি আহবান জানিয়ে ওসি আরও বলেন, যে কোন অপরাধমূলক কর্মকাÐের তথ্য পাওয়া মাত্র নিকটস্থ থানায় জানাবেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আরও সাফল্য অর্জন সম্ভব হবে।










