চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজ। এসময় ছিনতাইকারীত ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মুখে গুরুতর জখম হয়। এছাড়াও চলন্ত শাটল থেকে লাফ দিতে গিয়ে একই বিভাগের একই বর্ষের অপর এক ছাত্রী মাথায় আঘাত পেয়েছেন।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) নগরীর ষোলশহর স্টেশন থেকে ক্যাম্পাস অভিমুখে ছেড়ে আসা সকাল সোয়া দশটার শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেন থেকে লাফ দেওয়ায় মাথায় আঘাত প্রাপ্ত ছাত্রীর ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া হামলার শিকার ছাত্রের মুখে ও হাতে জখম হয়েছে। তাকেও একাধিক সেলাই দেওয়া হয়েছে। চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা বর্তমানে নিজ নিজ বাসায় অবস্থান করছেন। এছাড়াও, সার্বিক দিক পর্যবেক্ষণ করে দুই শিক্ষার্থীই আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ট্রেনে থাকা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সোয়া দশটার শাটল ট্রেনের শেষ বগিতে ছিলেন শিক্ষার্থী এবং তার বান্ধবী। তারা দুজন ছাড়া ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলো না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী ওই বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে শিক্ষার্থীদের উপর হামলা করে ও তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেয়। ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীরে আঘাত করে। পরে ওই শিক্ষার্থীর চিল্লাচিল্লিতে ট্রেন থামানো হয়। তবে ট্রেন থামানোর আগেই ছিনতাইকারী দুইজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকাল সকালের ট্রেনে শহর থেকে ক্যাম্পাস আসার সময় দুইজন শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। ডাক্তার জানিয়েছেন আহত শিক্ষার্থীরা আশঙ্কা মুক্ত। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা ব্যাবস্থা নিবেন।