ছালেহ্ জহুর ওয়াজেদী দরবার শরীফে ঈদ-এ মিলাদুন্নবী

2

আধ্যাত্মিক মানবসেবামূলক সংগঠন আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় প্রখ্যাত অলিয়ে কামেল আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফ’র পীরে তরিকত আল্লামা শাহ সুফী ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী (মা.জি.আ.) সভাপতিত্বে জশনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) এর মাসিক ফাতেহা শরীফ গত ১২ সেপ্টেম্বর বাদে যোহর হতে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল ওয়াজেদীস্থ আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারের হাশেমিয়া আলিয়া শরীফের অন্যতম সাজ্জাদানশীন কাযী আল্লামা মুফতি আবুল এরফান হাশেমী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা সাইফুদ্দীন জহুর ওয়াজেদী, আলহাজ মুহাম্মদ মঈনুদ্দীন জহুর, শাহজাদা আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফজল আহমদ কাদেরী, আলহাজ্ব এস. এম রিদোয়ান, অক্সিজেনস্থ হযরত শাহ্ আমানত (রহ.) জামে মসজিদ’র খতিব আল্লামা মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা ইয়াসিন মাদানী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, মাওলানা নুরুল মোস্তফা কাদেরী, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের আল কাদেরী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী নোমানী সহ অসংখ্য ওলামা কেরামগণ। পরিশেষে মিলাদ, কেয়াম, জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন এবং তবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) এর মাসিক মাহফিলের সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি