চন্দনাইশের কেশুয়াস্থ আলহাজ ছাবের মাস্টার-ডা. ফারুকী ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ও দায়রা জজ- সুনামগঞ্জ মো. শহিদুল আলম ঝিনুকের সহযোগিতায় গত শনিবার এলাকার গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা। অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি মোরশেদুল আলম পেয়ারু। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান ফারুক, মাস্টার কাজী আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম হোসেন, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরওয়ার কামাল লিটন, মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, গ্রামের গরিব ও অসহায় দুঃখী মানুষের প্রতি সহযোগিতা করা বিত্তবানদের দায়িত্ব। এ ফাউন্ডেশন গরীবদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল। সবাইকে প্রতিবেশি দরিদ্রদের প্রতি পাশে থাকার আহবান জানান।