চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির দ্বিতীয় সভা গতকাল ২৯ জুন সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী এমজেএফ-এর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের প্রকল্পসমূহের জন্য আগামী অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন দেওয়া হয়।
সভায় খসড়া বাজেট পেশ করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন আলহাজ এস. জোহা চৌধুরী এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ফাউন্ডেশনের গর্বিত প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের কার্যক্রম এবং সাম্প্রতিক হাসপাতালের কাজের অগ্রগতির বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের সম্পাদক লায়ন ডা. দেবাশীষ দত্ত।
সভার শুরুতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনে কানাডিয়ান সংস্থা ‘জেকো ফাউন্ডেশন’-এর আর্থিক সহযোগিতা প্রদানের কৃতজ্ঞতায় চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালেরপক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী বলেন, মানবিক এই কানাডিয়ান সংস্থা ‘জেকো ফাউন্ডেশন’ চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের তত্ত্বাবধানে বৃহত্তর চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামীণ, দুর্গম পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের অসহায়, দুস্থ ও অস্বচ্ছল ছানিপড়া রোগীদের লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের জন্য ‘জেকো ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। এই পর্যন্ত ‘জেকো ফাউন্ডেশন’-এর আর্থিক সহযোগিতায় তিন ধাপে প্রত্যন্ত গ্রামীণ, দুর্গম পাহাড়ি ও উপক‚লীয় অঞ্চল থেকে হাসপাতালে এনে ১,১৫৫ জন অসহায়, দুঃস্থ ও অস্বচ্ছল রোগীদের ছানিপড়া অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করে সমাজে পুনর্বাসিত করতে সক্ষম হয়েছি। আমাদের হাসপাতালের এই সকল কর্মকান্ড সর্বদা পর্যবেক্ষন করেছেন কানাডিয়ান সংস্থা ‘জেকো ফাউন্ডেশন’-এর বাংলাদেশ চ্যাপ্টারের কোঅর্ডিনেটর, লায়ন্স জেলা ৩১৫-বি৩, বাংলাদেশ-এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে ‘জেকো ফাউন্ডেশন’-এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি ফাউন্ডেশনের পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং মানবিক বিদেশি সংস্থা হিসেবে আমাদের দেশের দুস্থ ও গরীব রোগীদের ছানি অপারেশন করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার অবদানকে গুরুত্বসহকারে সমাজে, দেশে ও বিদেশে প্রচারের জন্য উপস্থিত সংবাদিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত প্রতিনিধিবৃন্দের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.এ. মালেক, লায়ন কবির উদ্দিন ভ‚ঁইয়া, লায়ন এস.এম. সামশুদ্দিন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, সদ্য নির্বাচিত জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি