ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার

2

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পাঁচলাইশ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় হৃদয়। তিনি নগরীর ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে খুলশী এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ‘বড়ভাইদের’ নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হৃদয়। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হৃদয় পাঁচলাইশ থানার মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।