ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

7

চন্দনাইশ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরামের গত ১০ সেপ্টেম্বর সকালে কবর জিয়ারত করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম রাহী। এরপর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শফিকুল ইসলাম রাহী বলেছেন, ওয়াসিম আকরাম স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে একজন দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইতিহাসে তার নাম আবু সাঈদের মত স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. আবু ছৈয়দ, মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব দিদার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দীন, সদস্য মনির আহমদ, ফৌজুল কবির রুবেল, আরিফুল ইসলাম, যুবদল নেতা রাশেদুল ইসলাম, ছাত্রদল নেতা মো. আজিজুল হাসান প্রমুখ।