ছাত্র আন্দোলনে গুলি পটিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বৈষম্যবিরাধী বিক্ষোভে গুলির অভিযোগে আ ন ম সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য। গত শনিবার তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করা হয়। গতকাল রবিবার তাকে পটিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। এ সময় তার বিচারর দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করতে দেখা যায় তারই এলাকার সাধারণ মানুষদের।
জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার আ ন ম সেলিম উদ্দিন ওরফে ভুট্টাকে (৪৮) ৮ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।গতকাল রবিবার দুপুরে পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমদ জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত শনিবার (২৬ অক্টাবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। সেলিম উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের আহমদ নবীর ছেলে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ‘আ ন ম সেলিম উদ্দিন আওয়ামী ফ্যাসিবাদী দোসর সন্ত্রাসীদের অর্থ যোগান দিয়ে সংগঠিত করে পটিয়ায় অরাজকতা সৃষ্টি করে। সে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল। এছাড়াও সা¤প্রতিক সময়ে বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনাসহ একাধিক ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে পূর্বে আরো ৪টি মামলা রয়েছে থানায়।’
বিস্ফোরক, হত্যা চেষ্টাসহ চারটি মামলায় তাকে গতকাল রবিবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি জায়েদ নুর আরও বলেন, তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।