পূর্বদেশ ডেস্ক
ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সারা দেশের সদস্যদের ভোটে ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। খবর বাংলা ট্রিবিউনের।
ছাত্রশিবিরের সাবেক নেতা আতাউর রহমান সরকার জানান, আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। সকাল ৮টা ৫০ মিনিটে গণঅভ্যুত্থানে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৩ বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী ৭ সহগ্রাধিক সদস্য ও বিভিন্ন পেশাজীবী নেতা, জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
সংগঠনটির সর্বশেষ সদস্য সম্মেলন ২০১০ সালের ৩১ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম এবং সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
ছাত্রশিবির জানায়, সংগঠনটির যাত্রা শুরু ১৯৭৭ সালের ৬ ফেব্রæয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে।