কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনার জেরে আব্দুর রশিদ (৫০) নামে বিএনপির এক কর্মী খুন হয়েছেন। রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলার লাল মিয়ার ছেলে। দলীয় পদ-পদবী না থাকলেও তিনি বিএনপির সমর্থক বলে জানা গেছে। এ হত্যাকান্ডে ছাত্রলীগ নেতা অমিত হাসান জড়িত বলে অভিযোগ উঠেছে। অমিত হাসান স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক। গত সোমবার সকাল ১১টার দিকে কালারমারছড়ার উত্তর নলবিলায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর দুপুর দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম নামে একজনকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একই এলাকার ছাত্রলীগ নেতা অমিত হাসানের সঙ্গে আবদুর রশিদের পতিত আওয়ামী লীগ সরকার ও বর্তমান অন্তবর্তী সরকারের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় রশিদকে লাঠি দিয়ে আঘাত করেন অমিত। এতে মাটিতে লুটে পড়েন রশিদ। স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
রশিদের ভাতিজা জাহেদুল ইসলাম জানান, তার চাচার সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না অমিতের। তবে অভিযুক্ত অমিতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।
মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া মূল অভিযুক্ত অমিতকে গ্রেপ্তারে অভিযান চলছে।