মহান শিক্ষা দিবস স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে গত বৃহস্পতিবার নগরীর জামালখান মোড়ে ছাত্র সমাবেশ ও র্যলি অনুষ্ঠিত হয়। নগর কমিটির সভাপতি রিপা মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেভি দে এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক গৌতম ঈশান কর।
বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর কুখ্যাত শরীফ কমিশন শিক্ষানীতি বাতিল করার জন্য এদেশের ছাত্ররা লড়াই করেছিল। পাকিস্তানি শাসন-শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্রদের এ আন্দোলনে পুলিশ নির্বিচারে হত্যা করে ওয়ালিউল্লাহ, গোলাম-মোস্তফা, বাবলুসহ নাম না জানা অনেকেই। ছাত্রদের তীব্র আন্দোলনে সে সময়ে সরকার এই কুখ্যাত শরীফ কমিশন শিক্ষানীতি বাতিল করে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৮৪ সাল থেকে শিক্ষা রক্ষার আন্দোলন করছি। বক্তারা আরো বলেন, ২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক ও একই ধারার শিক্ষানীতি চালু করতে হবে। ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতি করণের পাঁয়তারা বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি