ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮

2

নিজস্ব প্রতিবেদক

নগরীর বাকলিয়ায় যুবদলের দুই গ্রæপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন এজাহারনামীয় আসামি। গত মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার বিষয়টি পূর্বদেশকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সাজ্জাদ হত্যাকান্ডে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রকাশ সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল।
এর আগে সোমবার রাত দুইটার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডের বগারবিল এলাকায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নামে এক ছাত্রদলকর্মী নিহত এবং ১৩ জন আহত হন। এ ঘটনায় নিহত সাজ্জাদের পিতা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৩৫/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন মো. বোরহান উদ্দিন (২৯), মো. নজরুল ইসলাম সোহেল (৪২), মিল্টন (৪৪), বাদশা প্রকাশ ছোট বাদশা (৩০), ইউসুফ প্রকাশ হিরন (২৫), সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), মোহাম্মদ দিদার (৪৫), রিয়াজ করিম (৩৩), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রকাশ সাজু (৪৭), মো. আরাফাত (২২), বোরহান প্রকাশ ছোট বোরহান (২৫), মোজাহের মেম্বার (৫০), এহতেশামুল হক ভোলা (৫০) ও মো. নাঈম উদ্দিন (২৪)।