ছাঁটাইকৃত শ্রমিকদেরকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

1

গত ১৯ জানুয়ারি নাসিরাবাদস্থ শিল্প কলকারখানা অধিদপ্তর ভবনের সম্মুখে টিকে ক্যামিকেল কমপ্লেক্সের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও তাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেয়ারুল ইসলাম। ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন ছাঁটাইকৃত শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি শাহ আলম, কামাল উদ্দিন, মো. ইউছুপ, নুরুন্নবী, নুরুল আলম, আবু ছৈয়দ, নুরুল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি