নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানে বাড়তি চাহিদাকে সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানা অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় ও জেলা অফিসের অধীনে নিত্যপণ্য সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলের বোতলের ওপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্ন মানের পণ্যের ওপর নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকার বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেঁধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের কাছে পণ্যগুলো তাদেরকে বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব মনে করছেন অনেকে।