বিভিন্ন তথ্যের ছবি পিডিএফ ফাইলে রূপান্তর করতে স্ক্যান অ্যাপ তৈরি করেছে অ্যাডোব। অ্যাপটি কাজে লাগিয়ে দেয়ালে থাকা বিভিন্ন লেখার ছবি তুলে সেগুলো পিডিএফ ফাইলে রূপান্তর করা যাবে। বিভিন্ন পত্রিকা বা বইয়ের পৃষ্ঠার ছবি তুলে সেগুলোরও পিডিএফ ফরম্যাট তৈরি করা যাবে।
শুধু পিডিএফ ফাইল তৈরিই নয়, চাইলেই সেগুলোতে থাকা তথ্য সম্পাদনারও সুযোগ মিলবে। অ্যাডোবির মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ‘সেনসেই’ প্রযুক্তি কাজে লাগিয়ে অ্যাপটি ছবি তোলার সময়ই ছবিতে থাকা বিভিন্ন অক্ষর, বর্ডার, চিহ্ন শনাক্ত করে একই ফরম্যাটে পিডিএফ ফাইল তৈরি করতে পারে। সূত্র : ইন্টারনেট