পূর্বদেশ অনলাইন
প্রতিদিনের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে প্রকৃতির ছোঁয়ায় সময় কাটাতে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মাওলানা ছগির শাহ (রহ.) পাড়া যুব ঐক্য পরিষদের আয়োজনে বার্ষিক বনভোজন ও নবীন প্রবীণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ডিঙ্গাবাহা নামক একটি বনে এ বনভোজনের আয়োজন করা হয়।
মাওলানা ছগির শাহ (রহ.) পাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি সাদ বিন নোমানের সভাপতি ও সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ আদিলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে এ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বনভোজনে সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ঐক্যবদ্ধ সমাজ গঠনে ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এই বনভোজন সহায়ক ভূমিকা রাখবে। আগামীতে আরও সুন্দর আয়োজন করার কথা বলেন তারা।
বনভোজনে এসে আনন্দ উল্লাসে সময় কাটাতে পেরে আনন্দিত সকলে। সকল বয়সীদের খেলার আয়োজনের পাশাপাশি ছিল আর্কষণীয় গ্র্যান্ড র্যাফেল ড্র। পরবর্তীতে সকল বিজয়ীদের পুরস্কৃত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেলের পরিদর্শক মো. মাহবুবুল আলম, ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এহছান, সমিতির উপদেষ্টা নাইমুল আলম খোকন, নেজাম উদ্দিন রুবেল, মো. ফখরুদ্দিন, মো. আরমান, বর্তমান কমিটির সহ সভাপতি আবু হানিফ, সহ সভাপতি মুরাদ হোসেন, জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রোহিদ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক আলফাজ উদ্দীন, অর্থ সম্পাদক সাহাব উদ্দীন রুহেল, সহ অর্থ সম্পাদক এনামুল করিম হালিম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক আনিসুল হক নয়ন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এরফান, সমাজ কল্যাণ সম্পাদক জোনাইদুল ইসলাম প্রমুখ।