ছক্কার ঝড়ে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

1

স্পোর্টস ডেস্ক

প্রথম ১৫ বলে কেবল ১১ রান করতে পেরেছিলেন, কোনো বাউন্ডারিও মারতে পারেননি। বাকি সময়জুড়ে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়ের।
৪৯ বলে খেলেন ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস। যা তিনি সাজান ২ চার ও ১৩ ছক্কায়!
মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে এই ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার অষ্টম সেঞ্চুরি, যা অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেট তার চেয়েও বেশি সেঞ্চুরি রয়েছে কেবল ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো ও বিরাট কোহলির (৯ করে)।