চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করে ইতিহাস রচনা হয়েছে। দেশের অভিভাবক প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এ আয়োজনে এসে বিশ্ব দরবারে আমাদের আবারও গৌরবান্বিত করেছেন, সমৃদ্ধ করেছেন এ বিদ্যাপীঠকে। প্রধান উপদেষ্টা অতিথিবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, সমাবর্তনের মধ্যমণি গ্র্যাজুয়েটসবৃন্দ সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধ্যন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সভাপতি এস এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম এক বার্তায় এ সমাবর্তনের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকুশলীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি