চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ঘরোয়া ফুটবলে দারুণ ছন্দে থাকা ইন্টার মিলান। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে সহজেই হারিয়েছে আন্তোনিও কন্তের দল। ‘এফ’ গ্রæপের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জেতে স্বাগতিকরা।
২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ হন মার্তিনেস।
অবশেষে ৮৯তম মিনিটে প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন আন্তোনিও কানদ্রেভা।