ভয়ানক করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। যেখানে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, সেখানে খেলা মাঠে গড়ানোর প্রশ্নই ওঠে না। এরইফলে বিশ্বের প্রায় সকল ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ইউরো ২০২০ ফুটবল আসর এক বছর পিছিয়ে ২০২১ সালে নিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। আর এতেই আসছে জুনে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ ফাইনালের নতুন সূচি নির্ধারিত হয়েছে।
এক ভিডিও কনফারেন্স মিটিংয়ে উয়েফার বোর্ড পরিচালকরা ক্লাব পর্যায়ের শীর্ষ দুই লিগের ফাইনালের জন্য নতুন তারিখ ঠিক করেন। যেখানে বলা হয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জুন। আর দ্বিতীয় সেরা ইউরোপা লিগের ফাইনালের জন্য ২৪ জুনকে ঠিক করা হয়েছে।
আর ভেন্যু হিসেবে তুরস্কের ইস্তানবুলেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের জন্য আগের ফাইনালের সূচি ছিল যথাক্রমে ৩০ ও ২৭ মে। তবে করোনা পরিস্থিতির কারণেই এমন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো।