স্পোর্টস ডেস্ক
চার ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল।
অ্যানফিল্ডে রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। আবার ৬৮ মিনিটে লাল কার্ডও দেখেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে সালাহর হাতে গোল্ডেন বুট ও প্লেমেকার অব দ্য সিজনের পুরস্কার তুলে দেন ক্লাব কিংবদন্তি ইয়ান রাশ। এরপর অধিনায়ক ভিরগিল ফন ডাইক দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তোলেন।
এর আগে ২০২০ সালেও প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল।
খেলা শেষে উৎসব চলতে থাকে মাঠে। লিভারপুলের খেলোয়াড়রা একে একে ট্রফি উঁচিয়ে ধরেন এবং সমর্থকদের ভালোবাসা উপভোগ করেন।