চ্যাম্পিয়ন কল্লোল সংঘ গ্রীণ রানার্স আপ আলোর ঠিকানা

1

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সিজেকেএস সিডিএফএ শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কল্লোল সংঘ গ্রীণ এবং রানার্স আপ হয়েছে আলোর ঠিকানা। গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ দিদারুল আলম, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী মো: জসিম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, সরওয়ার আলম চৌধুরী মনি, মো: জাফর, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম চৌধুরী, আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আকতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, এনামুল হক, শওকত হোছাইন, এম এ মুছা বাবলু, মো: আবু বকর ছিদ্দিক, আবু জাহেদ, জসিমুল হুদা, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহম্মেদ, হারুন অর রশিদ, ফারুক আহমেদ, মো: মামুনুল ইসলাম মামুন, মোশাররফ হোসেন লিটন, সিডিএফএ কাউন্সিলর আইনুল কবির জিতু, মো: জহির উদ্দীন প্রমুখ।
এদিকে ৩য় বিভাগ ফুটবল লীগের সমাপনী খেলায় কল্লোল সংঘ গ্রীণ ৬-০ গোলে সিটি টাইগার্সকে পরাজিত করে।