ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ইউরোপসেরার প্রতিযোগিতায় ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা একাদশে তাই পিএসজির ৭ জন। ৪-২-৪ ফরম্যাটে দেয়া হয়েছে এবারের বর্ষসেরা একাদশ। পিএসজির ৭ জন, বার্সেলোনার ২ জন, ইন্টার মিলান ও আর্সেনালের একজন করে আছেন একাদশে। গোলকিপার হিসেবে আছেন মৌসুমজুড়ে অবিশ্বাস্য পারফর্ম করা পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা। চার ডিফেন্ডারের তিনজনই পিএসজির। রক্ষণ সামলানোর জন্য রাখা হয়েছে আশরাফ হাকিমি, মারকুইনহোস ও নুনো মেন্ডেজকে।
আরেক ডিফেন্ডার হিসেবে আছেন ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি। একাদশের মিডফিল্ডে পিএসজির ভিতিনহা ও আর্সেনালের ডেকলান রাইস।
ফরোয়ার্ড লাইনে ডিজিরে দুয়ে ও উসমান ডেম্বেলে আছেন পিএসজি থেকে। বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও রাফিনহা।