২০২৫ সাল যেন উসমান দেম্বেলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম। ইনজুরি-ভোগা অতীতকে পিছনে ফেলে এবার তিনি নিজের নাম তুলেছেন বিশ্বের সেরা ফুটবলারের আলোচনায়। যদিও ব্যালন ডি’অর নিয়ে ভাবতে নারাজ পিএসজি তারকা, তবে পরিসংখ্যান বলছে—এই বছর সবচেয়ে প্রভাবশালী ফুটবলারদের একজন তিনিই। পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে থাকা দেম্বেলে এবারের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবেন মিউনিখে। প্যারিসিয়ানদের জার্সিতে ইতিহাস গড়ার সুযোগ তার সামনে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সামনে রয়েছে আরও দুটি বড় মঞ্চ—নেশনস লিগ সেমিফাইনালে (স্পেনের বিপক্ষে খেলা), আর তারপর ক্লাব বিশ্বকাপ।