নিজস্ব প্রতিবেদক
নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে চোরা কারবারির অন্যতম হোতা আজগরসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজগর (৩২) ও মো. ছোটন মিয়া চৌধুরী (২৮)।
গতকাল শুক্রবার সকালে বাকলিয়ার রাজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল তাদেরকে আটক করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আসামিদের আদালতে পাঠিয়ে দিয়েছি।’
প্রসঙ্গত, গত ১৫ বছর আজগরের আপন ভাই আলমগীর ছিলেন ৩৫ নং বক্সিরহাট যুবলীগের সশস্ত্র ক্যাডার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দলের প্রভাব খাটিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগও আছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকা অবৈধ সম্পত্তি থাকার অভিযোগ দুদকে আছে। এছাড়াও অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেল, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বন (পোল্ট্রি খাদ্য) ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই আজগর।