সৌম্য সরকারকে নিয়ে শঙ্কা ছিল আগেই। এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।
তার চোটে কপাল খুলেছে মেহেদি হাসান মিরাজের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার মাঝেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য। এক সপ্তাহ ধরে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন তিনি।