চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য ১২ প্রার্থী

7

লামা প্রতিনিধি

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দ্বিতীয় ধাপে সারা দেশে ১৬১টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। গত সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ( ইসি) সচিব মো. জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী এদিন বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার উম্মে কুলসুম।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে।
এদিকে তফশীল ঘোষণার পর পর চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন সম্ভাব্য ১২ প্রার্থী কোমর বেঁধে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইসমাইলের ছোট ভাই মো. নাছির উদ্দিন, উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম আলী মিয়ার ছেলে আব্বাস উদ্দিন সেলিম ও জাতীয় পার্টির লামা আলীকম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সমন্বয়কারী ওসমান গণি শিমুল। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশও এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে শুনা গেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, পৌর আওয়মী লীগের সহ-সভাপতি বৈশালী বড়–য়া, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাশের মেয়ে শিল্পী দাশ, পৌর শহর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমা বেগম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা। তবে চূড়ান্তভাবে কে কে এ নির্বাচনে অংশ গ্রহণ করবেন জানতে অপেক্ষা করতে হবে ৩০ এপ্রিল পর্যন্ত।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, চূড়ান্ত ভোটার তালিকায় উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২১৩ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৯০৪ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩০৯ জন। এর মধ্যে লামা পৌরসভা এলাকায় ১৫ হাজার ২১১ জন, লামা সদর ইউনিয়নে ৬ হাজার ৪৮৩জন, গজালিয়া ইউনিয়নে ৮ হাজার ২১৮জন, সরই ইউনিয়নে ৭ হাজার ৭৫২জন, ফাইতং ইউনিয়নে ৯ হাজার ৩৮৭ জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১৮ হাজার ৪৪৬জন, রুপসীপাড়া ইউনিয়নে ৮ হাজার ৬১০জন ও আজিজনগর ইউনিয়নে ৮ হাজার ১০৬ জন ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ লামা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।