চেয়ারম্যান ও মেম্বাররা ঠিক হলে একদিনেই মাদক নির্মূল হবে

42

পটিয়ায় আইনশৃঙ্কলার সভায় সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, চেয়ারম্যান ও ইউপি মেম্বাররা ঠিক হলে একদিনেই মাদক নির্মূল হবে। এলাকায় কারা মাদকের ব্যবসা করে, কারা কোন পথে এসব চোলাই মদ ও ইয়াবা আনে সবই প্রত্যেক মেম্বার ও চেয়ারম্যানরা জানেন। তারা মাদকের বিরুদ্ধে কঠোর হলে একদিনেই নির্মূল হবে এ অসামাজিক ব্যাধি। অপ্রিয় হলেও এটাই সত্য। সকল চেয়ারম্যান ও মেম্বারকে মনে রাখতে হবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সেবা করার জন্য। লাটগিরি করার জন্য নয়। লাটগিরি করলে এর ফল মিলবে ৫ বছরের মাথায় আবারও আসন্ন নির্বাচনে। আইনশ্কৃলার বিষয়টি শুধু মুখে বলে, কিন্তু ভাগে তালগাছ কেন পড়লো না তাই নিজে মানিনা, এ মানসিকতা থাকলে কখনো সেবা করতে এবং উন্নতি করতে পারবেন না। মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীসহ অন্যায়কারীদের জন্য থানা বা অন্য কোথাও কোন ধরণের তদবির করবেন না। তাদের প্রশয় দেবেন না। মাদক ব্যবসায় চুপচাপ আর অন্যায়কারীদের প্রশ্রয় দিলে আপনীও সমান অপরাধে অপরাধী হবেন। গত সোমবার সকালে পটিয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্কলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, এসিল্যান্ড সাব্বির রহমান সানি, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আলমগীর খালেদ, চেয়ারম্যান আবদুল খালেক, আবু সালেহ, চেয়ারম্যান এমএ হাসেম, মোহাম্মদ ইউনুচ, শাহিনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, গাজী মোহাম্মদ ইদ্রিস, সারোজ সেন নান্টু, রনবীর সেন, শফিকুল ইসলাম, এহসানুল হক প্রমুখ। প্রধান অতিথি সভায় ৭ জন ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন। সভায় পরপর তিন বার অনুপস্থিত থাকলে এসব চেয়ারম্যানকে নোটিশ প্রদানের জন্য ইউএনওকে নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকার এবং তার ব্যক্তিগত তরফ থেকে যেসব ত্রাণ দেয়া হচ্ছে সেসব নিয়ে হলেও জনগণের কাছে যেতে হবে। সাধারণ মানুষের কাছে যাওয়ার এটাই উত্তম সুযোগ।
প্রয়োজনে এসব ত্রাণ আপনারা নিজ খরচে দিচ্ছেন প্রচার করে হলেও দুর্গতদের কাছে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কারা নির্বাচনের সময় পক্ষে এবং কারা বিপক্ষে ছিলো তা বিবেচনায় আনবেন না। এতে নৈতিকতার বিষর্জন হয়। সভা শেষে তিনি দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সভায় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, পটিয়ায় এখনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। পটিয়ার সাংসদ সার্বক্ষণিক পটিয়ার মানুষের খোজ খবর নিচ্ছেন। প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছেন। পটিয়া থানার ওসি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার একটু ভূমিকা রাখলেই মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব। কারণ কারা এসব করে এর সবই জানেন মেম্বার চেয়ারম্যানরা।