চেলসি ছেড়ে আর্সেনালে সবচেয়ে দামি গোলরক্ষক

1

গত দুই মৌসুম ধারে ভিন্ন দুই ক্লাবে খেলার পর নতুন ঠিকানা বেছে নিলেন কেপা আরিসাবালাগা। চেলসি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালে যোগ দিলেন এই স্প্যানিশ গোলরক্ষক। ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আর্সেনাল। চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, চুক্তির মেয়াদ তিন বছরের আর অর্থের অঙ্কটা ৫ কোটি পাউন্ড। ২০১৮ সালে শৈশবের ক্লাব আথলেতিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান কেপা। এতে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হয়ে ওঠেন তিনি, এখনও টিকে আছে সেই রেকর্ড। চেলসির হয়ে পাঁচ মৌসুমে মাঠে নেমে মোট ১৬৩ ম্যাচ খেলেছেন কেপা। ২০১৯ সালে জিতেছেন ইউরোপা লিগ, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ।