চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে গতকাল ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির লক্ষ্য ছিল ১৮৯ রান। কিন্তু দুই ওপেনার তরুণ পৃথ্বী শ ও অভিজ্ঞ শিখর ধাওয়ান এমনভাবে ব্যাট চালালেন যে মনে হচ্ছিল এই সংগ্রহও ছোট! প্রথম উইকেটেই ১৩৮ রান তোলেন দিল্লির দুই ওপেনার। ১৩.৩ ওভারে এই রান তোলার পথে পৃথ্বীর একার অবদানই ৭২। ৮৫ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে ফিরেছেন অভিজ্ঞ শেখর ধাওয়ান।
মার্কাস স্ট্যায়নিসকে (১৪) সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন পন্ত (১৫) নিজেই। ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৯০ রান তুলে ফেলে দিল্লি। এর আগে চেন্নাইয় সুরেশ রায়না ৩৪ বলে ৫৪ রানে ভিত্তি কওে ১৮৮ রান তোলে চেন্নাই।