শুষ্ক ও ভঙ্গুর চুল যেমন দ্রæত নষ্ট হয়ে যায়, তেমনি আগাও ফেটে যায় খুব তাড়াতাড়ি। এই ধরনের চুল সহজে বাড়তে চায় না। এসব সমস্যা সমাধানে ডিমের প্যাক ব্যবহার করতে পারেন চুলে। ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ ডিম চুলের বৃদ্ধি দ্রæত করে এবং চুল পড়া কমায়। ডিম নিয়মিত ব্যবহার করলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি কমে। কুসুমে বায়োটিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ই এবং ডি রয়েছে। এসব উপাদান মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে চুলে। ডিমে থাকা লেসিথিন চুলকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। জেনে নিন চুলের যতেœ ডিম কোন কোন উপায়ে ব্যবহার করবেন।
১। চুলের বৃদ্ধির জন্য: অ্যালোভেরা ও ডিমের প্যাক ব্যবহার করুন চুলের গ্রোথ বাড়াতে। ডিমের কুসুমের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। চাইলে ডিমের সাদা অংশও মেশাতে পারেন। সপ্তাহে দুইবার মাস্কটি প্রয়োগ করুন চুলে। কিছুক্ষণ রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ঘৃতকুমারী বা অ্যালোভেরা প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। এছাড়া প্রয়োজনীয় পুষ্টিও প্রদান করে এটি। এটি অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ময়েশ্চারাইজিং সুবিধাও দেয়। অ্যামিনো অ্যাসিড এবং প্রয়োজনীয় খনিজ রয়েছে এই হেয়ার প্যাকে যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।
২। চুল পড়া কমাতে ও শুষ্ক চুলের যত্নে : শুষ্ক এবং ভঙ্গুর চুলের ফলে দ্রæত চুল ঝরে যায়। এই সমস্যা সমাধানে অলিভ অয়েলের সাথে ডিমের কুসুম মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এই প্যাক মাথার ত্বককে মসৃণ করে এবং চুলকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। দুটি ডিমের কুসুমের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ৩। চুলের বৃদ্ধি বাড়াবে ডিম এবং মেহেদি : ডিম ও মেহেদির হেয়ার প্যাক চুলের যতেœ দারুণ কার্যকর। ৩ চা চামচ মেহেদির সঙ্গে আধা কাপেরও কম পানি মিশিয়ে নিন। দুটি ডিম এবং ২ চা চামচ দুধ যোগ করুন। ভালো করে ফেটিয়ে চুলে লাগান। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। ৪। চুল পড়া কমাতে অলিভ অয়েল ও ডিমের মাস্ক : ডিমের সাদা অংশ প্রোটিন সমৃদ্ধ এবং আমাদের চুল মেরামত ও শক্তিশালী করতে সহায়তা করে। দুটি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ অলিভ বা বাদাম তেল এবং ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন এক সঙ্গে। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৫। চুল পড়া কমাবে ভিনেগার এবং ডিম : একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। মাস্কটি মাথার ত্বকে এবং চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।