চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত ‘অপারেশনাল চ্যালেঞ্জেস এন্ড ইউজার এক্সপেরিয়েন্স অব ঢাকা মেট্রো রেলঃ লেসন ফর ইমার্জিং আরবান ট্রান্সপোর্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বেলা ১২টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আসিফুল হক। রিসোর্সপার্সন ছিলেন ঢাকা মেট্রোরেল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোছা. মুক্তা বানু। বিজ্ঞপ্তি