চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট কর্মশালা

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসেন ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চুয়েটের প্রকিউরমেন্ট শাখার সহকারী পরিচালক মো. আবুল মনসুর ফয়সাল। চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি। সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মো. ইমরান হোসেন। বিজ্ঞপ্তি