চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় চুয়েটের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব মহোদয়। গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স এর টেকনিক্যাল চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়। স্বাগত বক্তব্য দেন কনফারেন্স এর টেকনিক্যাল সদস্য সচিব ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ এবং কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমা ও আরজু আক্তার আসমা। পদার্থবিজ্ঞান বিভাগের কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষকগণ অংশ নেন। ৩ জন কী-নোট স্পিকার এবং ১৫ জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত ছিলেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। কনফারেন্সের সার্বিক তত্ত¡াবধানে ছিলো চুয়েট কর্তৃপক্ষ। স্পন্সর ছিলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিজ্ঞপ্তি











