চুয়েটে ডিজিটাল স্কিল ট্রেইনিং ফর স্টুডেন্টস শীর্ষক ট্রেনিং

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি), চুয়েট কর্তৃক পরিচালিত ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট এন্ড ইকোনোমি প্রকল্পের সহযোগিতায় ডিজিটাল স্কিল ট্রেনিং ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে গেস্ট অব অনার ছিলেন আইআইসিটি এর সহযোগী পরিচালক ড. মো. মঞ্জুর উল হাসান। সভাপতিত্ব করেন চুয়েটের আইআইসিটি এর পরিচালক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সঞ্চালনা করেন চুয়েটের ইটিই ২১ ব্যাচের শিক্ষার্থী তন্ময় দত্ত ও নাফিসা নাওয়ার। উক্ত প্রশিক্ষণে মোট ১৫০০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৩০৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হন। এতে পাসের হার ছিল ৮৭%। এছাড়া এতে চুয়েটের মোট ৭৫০ জন প্রশিক্ষণ নেন যার মধ্যে ৭২১ জন সফলভাবে উত্তীর্ণ হন। অন্যদিকে চুয়েটের বাইরে থেকেও ৭৫০ জন অংশ নেন এবং তাদের মধ্যে ৫৮৫ জন প্রশিক্ষণ শেষ করেন। প্রশিক্ষণ পরিচালনায় ৪২ জনেরও বেশি একাডেমিক প্রশিক্ষক এবং ২০ জনের বেশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি