চুয়েটে আন্তঃহল ফুটবল শুরু

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষাকেন্দ্র কর্তৃক আয়োজিত ‘আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ শুরু হয়েছে। গত ১৪ মে (বুধবার) ২০২৫ খ্রিঃ বিকালে চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ও পুর ও পরিবেশ কৌশল অনুষদ এর ডীন অধ্যাপক ড. সুদীপ কুমাল পাল খেলা উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড মেনুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এর ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, উপ-পরিচালক ড. মুক্তার হোসাইনসহ সকল হল এর প্রভোস্টগণ। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালন করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।