চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুড়ান্ত খেলায় শহীদ আবু সাঈদ হল টাইব্রেকারে ০(২)-০(০) গোলে কবি কাজী নজরুল হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ গোলদাতা হন ওয়ালিউল্লাহ রাকিব, সেরা গোলকিপার হন রাতুল হাসান পারভেজ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মিফতা উজ জামান।
গত ২৯ মে (বৃহস্পতিবার) বিকালে চুয়েটের কেন্দ্র্রীয় খেলার মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।