লোহাগাড়ার চুনতির ইলমে তাসাউফের উজ্জ্বল নক্ষত্র শাহ্ মাওলানা হাবীব আহমদ (রহ.) পীর কেবলা, চুনতী কর্তৃক প্রবর্তিত হযরত ইমামে রাব্বানী মুজাদ্দিদে আলফেসানী (রহ.) এবং অপরাপর আউলিয়ায়ে তরীকতের শিক্ষা ও জীবনাদর্শ আলোচনা উপলক্ষে তরীকতপন্থী ভাইদের ৪২তম বার্ষিক তরীকত সম্মেলন চুনতী সীরত ময়দান মসজিদে রায়তুল্লাহ ২০ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। মাওলানা অহিদ আহমদ এর পরিচালনায় সালাতুদ্দোহা, খতমে কুরআন ও তাহলীল ও মাওলানা ক্বারী জালালুদ্দীন মুনিরীর পরিচালনায় জোহর এর নামাজ ও নামাজান্তে অজীফায়ে তেলাওয়াতে কালামে পাক। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা বদিউল আলম (খলিফা মুজায, চুনতী), মাওলানা শাহ্ মুহাম্মদ সফী উল্লাহ্, মাওলানা হাফেজ আবদুল ক্দ্দুুছ। উদ্বোধন করেন মাওলানা হাফিজুল হক নিজামী (খলিফা মুজায, চুনতী)। আলোচনা করেন মাওলানা আবু মুছা মুহাম্মদ খালেদ জামিল, মাওলানা জাফর ছাদেক মিয়াজী (খলিফা মুজায, চুনতী), মাওলানা মুহাম্মদ শাহে আলম, মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা নুরুল হক (খলিফা মুজায, চুনতী), মাওলানা নুরুল আমিন ছিদ্দীকি, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা আব্দুস সোবহান (খলিফা মুজায, চুনতী), মাওলানা আসহাব উদ্দীন কুতুবী (খলিফা মুজায, চুনতী), মাওলানা মহিউদ্দীন (খলিফা মুজায, চুনতী), মাওলানা হাফিজুল হক নিজামী (খলিফা মুজায, চুনতী)। তেলাওয়াতে কালামে পাক মাওলানা হাফেজ মুহাম্মদ জাহেদুল হক। না’তে রাসুল (স.) হাফেজ মুহাম্মদ রুকন উদ্দীন, মো. রায়হানুল হক (শাকিল), মোহাম্মদ আব্দুল্লাহ আল আকরাম হাদী। পুরাতন মুরীদানের সবক প্রদান মাওলানা নাজেমুদ্দীন (খলিফা মুজায, চুনতী)। নতুন দাখেলাদের সবক প্রদান মাওলানা ক্বারী জালালুদ্দীন মুনীরী (খলিফা মুজায, চুনতী), সহযোগিতায় মাওলানা জাফর ছাদেক মিয়াজী, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মিজানুর রহমান। সালাতুল এশা, দরূদ শরীফ ও মুনাজাত পরিচালনায় মাওলানা ক্বারী জালালুদ্দীন মুনীরী। বিশেষ মেহমান ছিলেন শাহ মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ আইয়ুব। উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, সোহেল তাজ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, তরীকার অর্থই ‘আদব’। কোন বে-আদব আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না। বিজ্ঞপ্তি