চকরিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হাতিটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের একটি শেডে মারা যায় হাতিটি। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাতিটির চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যায় হাতিটি।
সত্যতা নিশ্চিত করে চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক ও গঠিত মেডিকেল বোর্ডের সদস্যসচিব হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ‘হাতিটিকে পার্কে আনার আগেই সেটি অনেকটাই চলনশক্তিহীন অবস্থায় ছিল। হাতিটির এক পা সম্পূর্ণ বিকল হয়ে পড়ার পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাকে আর বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরই পার্ক থেকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হাতিটির উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তর করা হয়’।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য এলাকায় গত রবিবার রাতে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটির চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে দেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরী। এতে প্রধান করা হয় চট্টগ্রাম অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্সের প্রধান ডা. মো. ফরহাদ হোসেনকে। ওই মেডিকেল বোর্ডের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যায় হাতিটি।