চীন বাদে অন্যসব দেশের পাল্টা শুল্ক তিন মাস স্থগিত করলেন ট্রাম্প

2

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যরাত থেকে কার্যকর হওয়া সব ‘পাল্টা’ শুল্ক সম্পূর্ণভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন, তবে চীনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়। চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি শুল্ক আরোপে ৯০ দিনের জন্য বিরতি দিয়েছেন। এই সময়ের মধ্যে পারস্পরিক শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। খবর বাংলানিউজের
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ তিনি আরও লেখেন, ‘কোনো একসময়, আশা করছি শিগগিরই, চীন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে প্রতারিত করার দিন শেষ, এটি আর টেকসই বা গ্রহণযোগ্য নয়।’