চীনে বিয়ে-অর্থনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে এআই

1

আন্তর্জাতিক ডেস্ক

চীনের বিয়ে-অর্থনীতির ক্ষেত্রেও এবার নতুন মাত্রা যোগ করতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যেখানে একসময় রোবট ও পণ্য উৎপাদনের মাধ্যমে প্রযুক্তি দখল করেছিল বাজার, এখন সেখানে ঢুকে পড়েছে বিয়ের আয়োজনের সেবাও। চীনের শীর্ষ বিয়ের সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম হানলিচি নতুন ডিজিটাল সেবার মাধ্যমে তরুণ যুগলদের জন্য একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করছে। হানলিচির প্রতিষ্ঠাতা ও সিইও ইয়ু চ্য জানালেন, নতুন প্রযুক্তি তরুণ যুগলের বিয়ের প্রস্তুতির ধরন বদলে দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন এআই সেবার মাধ্যমে, এখন করা যাচ্ছে ভার্চুয়াল ড্রেস ফিটিং এবং অনুষ্ঠানের পরিকল্পনা। ইয়ু বলেছেন, ‘এআই মানুষের জায়গা নেবে না। তবে এটি মানুষকে আরও ভালোভাবে সেবা দেবে এবং দক্ষতার সঙ্গে অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে এ শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।’ হানলিচি এ কাজ সহজ করতে চালু করেছে আধুনিক এআই টুলস। এর মধ্যে রয়েছে ম্যাজিক মিরর (মুহূর্তের মধ্যে ছবি এডিটিং), ২৪/৭ এআই সেলস অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল বিয়ের ড্রেস ফিটিং টুল এবং স্মার্ট বিয়ের পরিকল্পনা।
গত পাঁচ বছরে, চীনের বিয়ের শিল্প বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন বুকিং হ্রাস, বাজেট সংকোচন। অন্যদিকে, নতুন প্রজন্মের যুগলরা এমন বিয়ে চায় যা তাদের ভালোবাসার গল্পের মতো অনন্য হবে।
ইয়ুর মতে, এই ব্যাপারটিই হানলিচিকে অনুপ্রেরণা যুগিয়েছে এবং এই পরিবর্তনের অগ্রদূত হিসেবে বিয়ের পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজিটাল উদ্ভাবন এবং সৃজনশীল সমাধান দিয়ে এগিয়ে আসছে তার প্রতিষ্ঠান। তিনি আরও বলেছেন, হানলিচি তার গ্রাহকদের জন্য ইনস্পাইরেশন বোর্ড, ভেন্ডর ম্যাচিং টুলস, এবং ব্যক্তিগত বিয়ের উপদেষ্টা হিসেবে কাজ করে। ২০২৩ সালে, চীন ৭৬ লাখ ৮০ হাজার নতুন দম্পতির বিয়ে হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৩.৫২ শতাংশ বেশি। শিল্প বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিসংখ্যানও বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের প্রতি আত্মবিশ্বাসের প্রতিফলন।