চিলিতে ২ ঘণ্টায় ১৬০ ভূমিকম্প আগ্নেয়গিরি সতর্কতা জারি

1

আন্তর্জাতিক ডেস্ক

চিলির মধ্যাঞ্চলীয় লাগুনা দেল মাউলে আগ্নেয়গিরি অঞ্চলে দুই ঘণ্টায় ১৬০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের পর শুক্রবার আগ্নেয়গিরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আর্জেন্টিনার সীমান্তের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরি অঞ্চলটি প্রায় ৫০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য আগ্নেয়গিরির গম্বুজ, শঙ্কু ও লাভা প্রবাহ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরির মুখ রয়েছে।
চিলি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ও অধ্যাপক আয়াজ আলম বলেন, এসব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, আগ্নেয়গিরিটি সক্রিয়। এর ভেতরে ম্যাগমা রয়েছে, যা নড়াচড়া করছে। ভবিষ্যতে এখানে মাঝারি মাত্রার কোনও ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটা কখন হবে, তা আমরা জানি না। চিলির জাতীয় ভূতত্ত্ব ও খনিজ পরিষেবা (সেরনাগেওমিন) জানিয়েছে, ভূমিকম্পগুলো ছিল কম মাত্রার। তাই আগ্নেয়গিরি অঞ্চলটিকে এখনও সবুজ সতর্কতায় রাখা হয়েছে, যা নির্দেশ করে সেখানে কোনও তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড বলেছে, তারা আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
আয়াজ আলম ব্যাখ্যা করে বলেন, আগ্নেয়গিরি অঞ্চলে ভূমিকম্পের ঝাঁক সাধারণত কম তীব্রতার হয় এবং ভূতাত্তি¡ক চ্যুতিরেখার ভূমিকম্প থেকে এগুলো আলাদা। কারণ, এখানে ভূত্বকের প্লেটগুলোর সংঘর্ষের বদলে ম্যাগমার প্রবাহই এই সিসমিক কার্যকলাপের জন্য দায়ী।