চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি ফ্লাট বাসার এক রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন ভোর ৫ টার দিকে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে একটি চিরজুট লিখেন তিনি। তাতে লেখা ছিলো, ‘I am sorry i failed is a human.’ অর্থাৎ ‘আমি দুঃখিত, আমি মানুষ হিসেবে ব্যর্থ।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘খবর পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে ছাত্রীর লাশ হাটহাজারী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ‘সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।’ তিনি আরো বলেন, ‘সে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’