চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরে বিক্ষোভ

2

পূর্বদেশ ডেস্ক

ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহŸান জানায়। সন্ধ্যা ৬টার পর থেকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ থেকে চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবি জানানো হয়।
তাদের দাবি, ‘শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী সহ অনেক প্রতিবাদকারীকে।’ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন। এ সময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।’