চিত্রচিন্তা আন্তর্জাতিক ডিজিটাল স্যালন পুরস্কার বিতরণ

2

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘চিত্রচিন্তা ফটোগ্রাফারস সার্কেল’ আয়োজিত চিত্রচিন্তা ২য় আন্তর্জাতিক ডিজিটাল স্যালন ২০২৫-এর পুরস্কার বিতরণী ও ডিজিটাল প্রদর্শনী এবং ‘চিত্রচিন্তা জার্নাল’-এর আত্মপ্রকাশ। দুই পর্বে বিভক্ত দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে আন্তর্জাতিক ডিজিটাল স্যালনের পুরস্কার বিতরণ ও প্রদর্শনী উদ্বোধন, দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় চিত্রচিন্তা জার্নাল এর উদ্বোধন অনুষ্ঠান ‘আত্মপ্রকাশ’। প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভি, বিশেষ অতিথি ছিলেন এম ইউসুফ তুষার, সভাপতি, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি লিয়াজোঁ অফিসার, বাংলাদেশ রেজা আসাদ আল হুদা অনুপম, সহযোগী অধ্যাপক, গ্রাফিক ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডা. রশীদ-উন-নবী জুরি মেম্বার ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, অনুষ্ঠানে দেশি-বিদেশি আলোকচিত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত ছবিগুলোর ডিজিটাল প্রদর্শনী উপভোগ করেন আগত অতিথি ও ফটোগ্রাফিপ্রেমীরা। দ্বিতীয় পর্বে চিত্রচিন্তা জার্নাল-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ‘আত্মপ্রকাশ’। জার্নালের উদ্বোধক ছিলেন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী হাসান চন্দন।
আলোচক ছিলেন সফিকুল আলম, আলোকচিত্রী ও এডুকেটর ইব্রাহীম ইকবাল, আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, চলচ্চিত্র গবেষক মোহাম্মদ রকিবুল হাসান, প্রামাণ্য আলোকচিত্রী সাহাদাত পারভেজ, আলোকচিত্রশিল্পী ও গবেষক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ রাসেল, সম্পাদক, চিত্রচিন্তা।
আলো, শিল্প ও চিন্তার এক অনন্য সংমিশ্রণে সাজানো এই আয়োজনে দেশের বিশিষ্ট আলোকচিত্রী, গবেষক, শিল্পী ও সংগঠকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়। বিজ্ঞপ্তি