চিটাগাং চেম্বার এমপ্লয়িজ ইউনিয়নের কমিটি গঠন

1

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’জ এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদকালের কার্যকরী কমিটির ৫টি পদের বিপরীতে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে এবং ৫টি মনোনয়নপত্র বৈধ হয়। গত ১ জুন ৫টি পদের বিপরীতে সভাপতি আইয়ুব খান (আব্বাছ), সহ-সভাপতি এস. এম. ওসমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোসেন ও অর্থ সম্পাদক মো. জামাল হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমান, কমিশনার জোবেদা সুলতানা ও মোহাম্মদ মীর হোসেন। বিজ্ঞপ্তি