চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত আখতারুজ্জামান চৌধুরী বাবু মেমোরিয়্যাল বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৭ অক্টোবর রাতে ক্লাব অডিটরিয়মে সম্পন্ন হয়। চিটাগাং ক্লাব লিমিটেড‘র চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আখতারুজ্জামান চৌধুরী বাবু তনয় ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক’র নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনির পৃ‘পোষকতায় সম্পন্ন টুর্নামেন্টের এই পুরস্কার বিতরণীতে স্বাগত বক্তব্য দেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদ। বক্তব্য রাখেন স্নুকার সাব কমিটির কনভেনার সাবেক ভাইস চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাষ সাগর এবং ক্লাব নির্বাহী কমিটির মেম্বার এসএম শফিউল আজম, সালাউদ্দিন আহমেদ, মোসলেহউদ্দিন আহমেদ অপু, সুলতানুল আবেদীন চৌধুরী আবু আহমেদ হাসনাত, মো. রফিকুল ইসলাম মিয়া বাবুল, ডা. অলক নন্দী এবং জাহিদ সুলতান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি