অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে সম্পন্ন হলো পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত ১০ জুন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্লাব সদস্যবৃন্দ সপরিবারে অংশ নেন এবং পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)।
চিটাগাং ক্লাব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং জেনারেল কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে আগত ক্লাব সদস্যদের অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন), শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, এবং মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও চিটাগাং ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোঙ্গ সংগীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি