চিটাগাং কিংসের জন্য শুভ কামনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

1

স্পোর্টস ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধিরা এবারের বিপিএল ২০২৫ নিয়ে কি ভাবছেন, ঘরের টিম চিটাগাং কিংস নিয়ে কি ভাবছেন- তা তুলে ধরা হল।
রাসেল আহমেদ, নির্বাহি সদস্য
ও কে›ন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন
এবারের বিপিএল শুধু ক্রিকেট উৎসবই নয়, থাকছে জুলাই বিপ¬বের ছোঁয়া। জুলাই-আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর দেড় হাজারেরও বেশি অকুতোভয় মুক্তিকামী মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন স্বাধীনতা। পরাজিত ও ক্ষমতাচ্যুত হয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার। ছাত্র-জনতার সেই সফল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ সমাজ। সেই তরুণদের লড়াই-সংগ্রাাম ও আত্মত্যাগকে স্মরনীয় করে রাখতে এবারের বিপিএল কে সাজানো হয়েছে। একই ধারা অব্যাহত রেখেছে চিটগাং কিংস। জুলাই-আগস্ট আন্দোলনের চিত্র প্রতিবিম্বিত হচ্ছে বিপিএল এর অন্যতম শক্তিধর দল চিটাগাং কিংসের এবারের প্রতিটি আয়োজনে। আমি চিটাগাং কিংসকে সমর্থন করছি এবং আগামী ম্যাচগুলোর জয় আশা করছি।
আরিফ মইনুদ্দীন, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম
দেশী-বিদেশী সেরা কোচ এবং খেলোয়ারদের সমন্বয়ে গঠন করা হয়েছে চিটাগাং কিংস। মেন্টর হিসেবে রয়েছেন লিজেন্ড শহীদ আফ্রিদী। গত ম্যাচে প্রত্যাশার চাইতেও ভাল খেলেছে রাজশাহীর বিরুদ্ধে। চট্টগ্রামের মানুষ মুখিয়ে আছে এবারের বিপিএল ট্রফি ঘরে তুলতে। শুভ কামনা রইল চিটাগাং কিংসের জন্য।
ওমর ফারুক সাগর (শহীদ ওয়াসিমের সাথে গুলিবিদ্ধ), সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম: এবারের বিপিএল শুধুই ক্রিকেট উৎসব, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর নয়। এবারের বিপিএলের আবেদন ক্রিকেট ছাড়িয়ে গোটা দেশের তরুণ সমাজকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য ও পরিকল্পনায় শরিক করার উদ্যোগ।
ঘরের টিম চিটাগাং কিংস ও তাদের থিম সাজিয়েছে জুলাই গনঅভ্যূথান কে ঘিরে। তারা তাদের জার্সিতে স্থান দিয়েছে নিউ মার্কেট মোড়ের বিপ্লবের সেই বীর চট্টলার গ্রাফিতিকে। আমি চিটাগাং কিংসের স্বতাধিকারী সামির কাদের চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এবারের বিপিএলে চিটাগাং কিংস এর একজন সমর্থক হিসেবে উত্তর উত্তর সফলতা কামনা করছি।
মো তানভীর শরীফ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম
এবারের আয়োজনে আছে বেশ কিছু নতুনত্ব। যার সব কটাই জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আগের ১০ আসরে যেটা কখনোই ছিল না, এবার সেই ‘মাসকট’ও নির্মাণ করা হয়েছে।
আন্দোলনের ৩৬ দিনকে স্মরণ করে যে ‘৩৬শে জুলাই বলা হয়, সেই আলোকে এবারের বিপিএলের মাসকট-এর নামকরণ করা হয়েছে ‘ডানা ৩৬।’ আমার হোম টিম চিটাগাং কিংস শিরোপার দৌড়ে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত হবে বলে আমি শতভাগ আশাবাদী।
মোহাম্মদ মাইনুল হোসেন, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম: বর্তমান তরুণ জেনারেশনের মাঝে এক গভীর আবেগ কাজ করে এই খেলাকে ঘিরে। বিপিএল সেই আবেগের একটি বড় প¬াটফর্ম, এবং চিটাগাং কিংস সেই প্ল্যাটফর্মে আমাদের চট্টলার তরুণ দের জন্য আবেগের মূল আকর্ষণ ।
দুর্বার রাজশাহী এর বিপক্ষে চট্টগ্রাম কিংস এর ১০৫ রানের অসাধারণ জয় বাকি দলগুলোর মস্তিস্কে যেন কড়া নেড়ে বলছে আমরা প্রস্তুত, অপেক্ষা কেবল শিরোপা হাতে পাবার। দলের এই কৌশলী পারফরমেন্স এবং জয়ের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, কেবল এতটুকুই প্রত্যাশা ।
আবদুর রহমান , সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম
বিপিএল-২০২৫ এর ১১তম আসরে চিটাগাং কিংস এর উজ্জ্বল ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা। চিটাগাং কিংসকে অভিনন্দন এবং তাদের আরও অনেক সাফল্যের প্রত্যাশা!
মো: আশরাফুল হক টিপু, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম: ১০৫ রানের দূর্দান্ত জয় চিটাগাং কিংসের। এই জয় দিয়ে এবারের বিপিএলে চিটাগং কিংস জানান দিলো তাদের সক্ষমতা। আশা করছি এই জয়ের ধারা অব্যাহত রেখে চিটাগং কিংস এগিয়ে যাবে বিপিএল এর ফাইনাল মঞ্চে। চিটাগং কিংস এর জন্য শুভকামনা।
ফাতেমা আক্তার লিজা, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম
পুরো চিটাগাং কিংসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভ কামনা রইল। আশা করছি সিলেট পর্ব বেশিরভাগ ম্যাচ জিতে সুন্দর ভাবে শেষ করে চট্টগ্রাম পর্বে সবগুলো ম্যাচে বিশেষ নৈপুন্য দেখাবে চিটাগাং কিংস।
মুহাম্মদ তাওহিদ আলিফ , ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হালিশহর, চট্টগ্রাম
বিপিএল এর সপ্তম ম্যাচে আমাদের সকলের প্রাণপ্রিয় টিম চিটাগং কিংস” দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। চিটাগং কিংসের এই জয় সমর্থকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন ম্যাচগুলোর জন্য দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের এই সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, মিডিয়া টিম এবং সমর্থকদের আন্তরিক অভিনন্দন জানাই।
দলের এই ধারাবাহিকতা বজায় থাকলে, তারা শিরোপার দৌড়ে অন্যতম প্রাার্থী হিসেবে বিবেচিত হবে বলে আমি শতভাগ আশাবাদী।