চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর গেমস সম্পন্ন

1

চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো: আবুল হাসানের সভাপতিত্বে ইংলিশ ক্লাব আয়োজিত টিম লিডার আফরোজা শারমিন চৌধুরীর পরিচালনায় ও সঞ্চালনায় চারটি হাউজ (লাল,নীল,সবুজ ও হলুদ) এর দায়িত্বপ্রাপ্ত হাউজ লিডার যথাক্রমে সানজিদা ইসলাম, তাওশিফা ইবনাত, শারমিন আক্তার ও কায়েদে আজম মো: আলী জিন্নাহ এবং ইনডোর গেমসসের টিম লিডার মো: মিজানুর রহমান এর পরিচালনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে ‘স্পেল এন্ড ভোকাব বী ও ইনডোর গেমস-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিরং বক্তব্য রাখেন সি.আই.এস এর সেক্রেটারী প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। বিশেষ অতিথিরং বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী ও একাডেমিক এডভাইজর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ শহীদ উল্যাহ সেলিম প্রমুখ।